বিদ্যা বালান অভিনীত ‘বেগমজান’ ছবির ওপর কাঁচি চালিয়েছে ভারতীয় সেন্সর বোর্ড। ছবি থেকে ১২টি গুরুত্বপূর্ণ দৃশ্য কেটে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। সংলাপ নিয়েও আপত্তি জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ। ছবিতে বিদ্যা বালানের মুখে কোনো ধরনের অশ্লীল শব্দ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
সৃজিত মুখার্জি পরিচালিত 'বেগমজান' ছবিতে পতিতালয়ের মক্ষিরানীর চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা বালান। চরিত্রের প্রয়োজনে কিছু অশ্লীল শব্দ রাখা হয়েছিল। সেগুলোও কেটে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। আর এগুলো ছেঁটে ফেলার শর্তসাপেক্ষে সেন্সর ছাড়পত্র দেওয়া হয়েছে।
যদিও কর্তনকৃত অংশ ফেলে দেয়ার পরও এ ছবির গ্রেডিং হচ্ছে ‘প্রাপ্তবয়স্কদের জন্য’। পরিচালক সৃজিত অবশ্য আরজি জানিয়েছিলেন, যাতে কোনো দৃশ্য বাদ দেওয়া না হয়। তাহলে গল্পের ধারাবাহিকতা থাকবে না।
কিন্তু সেন্সর বোর্ড সেই আরজিতে কর্ণপাত করেনি। বাদপড়া কিংবা কেটে ছোট করে দেওয়া দৃশ্যগুলোর মধ্যে রয়েছে অতি ঘনিষ্ঠ রোমাঞ্চ, সাম্প্রদায়িক হিংসা, নারীদের কৃতদাস করে রাখা ইত্যাদি।
বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব দৃশ্য বাদ দেওয়া হয়েছে কিংবা কেটে ছোট করা হয়েছে সেটা প্রাপ্তবয়স্কদের জন্য খুব বেশি বাড়াবাড়ি।
বিডি-প্রতিদিন/এস আহমেদ