তামিলনাড়ুর সুপারস্টার রজনীকান্ত আগামীকাল রবিবার ভক্তদের সঙ্গে বিশেষ সভা করবেন। তারপরই নাকি রাজনীতিতে যোগ দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন তিনি। এরইমধ্যে রজনীকান্তের ছবি সম্বলিত পোস্টারে ছেয়ে গেছে তামিলনাড়ু। যেখানে রজনীর রাজনীতিতে যোগ দেওয়ার ইঙ্গিত রয়েছে। যদিও রজনীর ঘনিষ্ঠ সূত্রের দাবি, এটা গুজব।
তামিলনাড়ুর অধিকাংশ মানুষের দীর্ঘদিনের ইচ্ছা রাজনীতিতে সক্রিয় হবেন তাদের প্রিয় থালাইভা। বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলকে সাপোর্ট করলেও রজনীকান্ত কখনই সক্রিয় রাজনীতিতে যোগ দেননি। খুব সাধারণ জীবনযাপন করেছেন। অভিনয়কেই বেশি প্রাধান্য দিয়েছেন রজনীকান্ত।
বছরে একবার ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা চেন্নাই যান তারকার সঙ্গে দেখা করতে। এটাও নাকি সেই বার্ষিক সভা। তবে মিটিং শেষ না হওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। তবে কী সত্যিই এ বার তামিল জনগণের ডাকে রাজনীতিতে যোগ দেবেন রজনীকান্ত? উত্তর সম্ভবত পাওয়া যাবে ২ এপ্রিলের পর।
বিডি প্রতিদিন/১ এপ্রিল, ২০১৭/ফারজানা