চলতি বছরের ১১ আগস্ট মুক্তি পাচ্ছে শাহরুখ খান-আনুশমা শর্মা জুটির তৃতীয় ছবি। মুক্তি ঘনিয়ে এলেও এখনো ছবিটির নাম ঠিক হয়নি। প্রথমে ছবিটির নাম শোনা গিয়েছিল 'দ্য রিং'। এর পর 'রেহনুমা'। কিন্তু নির্মাতা ইমতিয়াজ আলী স্পষ্ট করে জানিয়েছেন, এ দুটির কোনোটাই ছবির নাম নয়।
ক্যাচ নিউজের উদ্ধৃতি দিয়ে ডেকান ক্রনিকল জানিয়েছে, ছবির আসল নাম নাকি 'রাউলা'। যদিও এ ব্যাপারে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। মজার ব্যাপার হলো ছবির যতগুলো নাম প্রকাশ্যে এসেছে তার সবগুলোই শুরু হয়েছে ইংরেজি অক্ষর 'আর' দিয়ে।
ছবির নাম যাই হোক এটি নিয়ে বেশ গুঞ্জন চলছে। আর এতে ছবিটির আলাদা করে প্রচারণাও হয়ে যাচ্ছে। শাহরুখ-আনুশকা অভিনীত এ ছবিতে অতিথি চরিত্রে দেখা যাবে রণবীর কাপুরকে। সর্বশেষ 'অ্যায় দিল হ্যায় মুশকিল' ছবিতে আনুশকার সঙ্গে দেখা গেছে রণবীরকে। তবে সেখানে মূল চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
বিডি প্রতিদিন/২ এপ্রিল, ২০১৭/ফারজানা