বলিউড বক্স অফিসে অভিনেতা আমির খান মানেই যেন রেকর্ডের ছড়াছড়ি। সেই ধারাবাহিকতার ব্যতিক্রম নয় আমিরের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা দঙ্গল। বলিউডের এই নক্ষত্রের পরবর্তী সিনেমা থাগস অব হিন্দুস্তান। যশরাজ ফিল্মসের ব্যানারে নির্মিত হবে সিনেমাটি। এতে আরও অভিনয় করছেন অমিতাভ বচ্চন। তবে সিনেমার কেন্দ্রীয় নারী চরিত্রে কে অভিনয় করবে তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।
প্রথমের দিকে শোনা যায়, বিজয় কৃষ্ণ আচার্যের পরিচালনায় সিনেমাটির কেন্দ্রীয় নারী চরিত্রটির জন্য অভিনেত্রী আলিয়া ভাটকে প্রস্তাব দেয়া হয়। কিন্তু পরবর্তীতে এ চরিত্রের জন্য বাণী কাপুর, শ্রদ্ধা কাপুর ও ফাতিমা সানা শেখের নাম শোনা যায়। এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া না গেলেও চরিত্রটির জন্য আমির নাকি আলিয়াকেই চাচ্ছেন।
এ প্রসঙ্গে একটি সূত্র ভারতীয় সংবাদমাধ্যমে বলেন, ‘প্রতিযোগীদের মধ্যে সিনেমায় কাস্টিংয়ের জন্য আমিরের পছন্দ আলিয়া ভাট। এ বিষয়ে তিনি আদিত্য চোপড়ার সঙ্গে কথা বলেছেন। যদিও এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি।’
এদিকে চরিত্রটির জন্য প্রযোজক আদিত্য চোপড়ার পছন্দ বাণী কাপুরকে, তবে শ্রদ্ধা কাপুরকেও নাকি যশরাজ ফিল্মস স্টুডিওতে দেখা যাচ্ছে।
আগামী জুন থেকে থাগস অব হিন্দুস্তান এর শুটিং শুরু হবে বলে জানা গেছে। আগামী বছর দিওয়ালিতে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।