প্রথমবারের মতো ফুয়াদ আল মুক্তাদিরের সঙ্গীতায়োজনে কাজ করলেন এই প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান। আবদার রহমানের লেখা এবং ইমরানের সুর ও গাওয়া ‘ধোঁয়া’ শিরোনামের গানটি প্রকাশ করেছে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ‘ধ্রুব মিউজিক স্টেশন’। এই খবর তো সবাই জানেন। নতুন খবর হলো, খুব শিগগিরই আসছে গানটির মিউজিক ভিডিও। ভিডিওটি নির্মাণ করেছেন অঞ্জন রায় চৌধুরী আর সেখানে ইমরানের সাথে মডেল হয়েছেন লিয়ানা লিয়া।
ইতোমধ্যেই গানটির শুটিং শেষ করেছেন পরিচালক। তিনটি মনোরম লোকেশনে শুটিং করা হয়েছে মিউজিক ভিডিওটির। গান এবং মিউজিক ভিডিও নিয়ে ইমরান বলেন, ‘আমি ফুয়াদ ভাইয়ের গানের ভক্ত। এখন ফুয়াদ ভাই আর আমি একসঙ্গে কাজ করছি। এটি অবশ্যই আমার জন্য আনন্দের। আর তার কাজ মানেই ব্যতিক্রম কিছু। এই গানটিতে বিশেষ একটি চমক হচ্ছে অ্যাকুস্টিক দুদুক বাদ্যযন্ত্রের ব্যবহার। যেটি বাংলাদেশের আর কোনও গানে বাজানো হয়নি। আর গানটির মিউজিক ভিডিওতে আছে নানা চমক আর নতুনত্ব। যাতে দর্শকরা পাবে ভিন্নতার ছোঁয়া। আশা করছি ধোঁয়া গানের মিউজিক ভিডিওটি দর্শকদের ভালো লাগবে।’
শুটিং শেষে গানটি এখন আছে সম্পাদনার টেবিলে। খুব শিগগিরই গানটি প্রকাশ পাবে ‘ধ্রুব মিউজিক স্টেশন’ এর ইউটিউব চ্যানেলে।