টলিউডের প্রথম সারির অভিনেত্রী শ্রাবন্তী। দেখতে যেমন মিষ্টি, তেমন অভিনয় দক্ষতা, সব কিছুতেই হার মানবে অন্য নায়িকারা তার কাছে। তবে কিছুদিন আগে টলি ইন্ডাস্ট্রি থেকে একটু দূরে সরে গিয়েছিলেন শ্রাবন্তী।
শ্রাবন্তীর শেষ ব্যবসাসফল ছবি ছিল বিরসা দাসগুপ্ত পরিচালিত ‘শুধু তোমারি জন্য’। তারপর তিনি ছবি করেছেন অনেক কিন্তু, সেগুলো বক্স অফিসে তেমন হিট করতে পারেনি। তবে এখন সে কাজ করছে রাজশ্রী দে পরিচালিত ‘বীরপুরুষ’ ছবিতে। যেখানে শ্রাবন্তীকে পাওয়া যাবে একেবারে অন্য লুকে। একজন পুলিশ অফিসারের ভূমিকায় আমরা তাঁকে দেখতে পাবো।
বিডি-প্রতিদিন/ ১৫ জুন, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৬