কোয়েল মল্লিকের ফ্যানদের জন্য সুখবর। বহুদিন পরে দর্শকদের সামনে ফিরতে চলেছেন তাদের প্রিয় অভিনেত্রী। ২০১৫-এ জিতের সঙ্গে ‘বেশ করেছি প্রেম করেছি’ ছিল শেষ ছবি। তারপর অনেকদিন বড় পর্দায় অনুপস্থিত তিনি।
কিন্তু চলতি বছরে বড় পর্দায় প্রত্যাবর্তন ঘটছে এ নায়িকার। হাতে রয়েছে তিনটি বড় মুভি। প্রায় দু’বছর বাদে কৌশিক গাঙ্গুলীর ‘ছায়া ও ছবি’র হাত ধরেই ফিরতে চলেছেন কোয়েল। ছবিতে অভিনয়ে রয়েছেন আবির চ্যাটার্জ্জী, চূর্ণী গাঙ্গুলী, বরুন চন্দ, প্রিয়াঙ্কা সরকার ও ঋত্বিক। ছবিটিতে একেবারে অন্য রকম লুকে দেখা যাবে কোয়েলকে।
ছবির গল্প সম্পর্কে বলা হয়েছে ‘সিনেমার মধ্যে একটি সিনেমা’। সিনেমার আসল পরিচালক কৌশিক গাঙ্গুলী হলেও সিনেমায় যিনি সিনেমা বানাচ্ছেন তিনি কৌশিক বাবুর স্ত্রী চূর্ণী গাঙ্গুলী। যেটার প্রযোজকের ভুমিকায় রয়েছেন বরুন চন্দ। ছবির হিরোইন কোয়েল।
বুধবার লঞ্চ হল ছবির অফিসিয়াল লোগো। ছবিটি নিয়ে এতটাই এক্সাইটেড নায়িকা যে নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন সেই ছবিও। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ছবির শুটিং।