এক শ্রমিক পরিবারের ছেলে পা রেখেছিল মুম্বাইয়ের অপরাধ জগতে। একটা সময়ে সেই ছেলেই হয়ে ওঠে বাণিজ্য নগরীর অন্যতম ত্রাস। সেই ছেলের নাম নাম অরুণ গুলাব গাওলি। তার জীবন নিয়ে ছবি ‘ড্যাডি’।
এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন অর্জুন রামপাল। সম্প্রতি মুক্তি পেল ‘ড্যাডি’র ট্রেইলার। নিজের ফেসবুক পেজে ছবির ট্রেলার ভিডিওটি পোস্ট করেন নায়ক নিজেই।
‘ড্যাডি’র পরিচালক অসীম অহলুওয়ালিয়া জানিয়েছেন, এই ছবিতে অরুণ গাওলি থেকে ‘ড্যাডি’ হয়ে ওঠার গল্প তুলে ধরা হয়েছে।
জানা গেছে, এই ছবির পরতে পরতে রয়েছে চমক। বাস্তব কাহিনি নিয়ে টান টান ছবি ‘ড্যাডি’ দর্শকদের বেশ পছন্দ হবে বলে আশাবাদী অর্জুন। এই ছবি তৈরি করতে গিয়ে কম কষ্ট পোহাতে হয়নি অর্জুনকে। ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী ২১ জুলাই।
বিডি-প্রতিদিন/ ১৫ জুন, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১০