হাতে এখনও এক মাস রয়েছে। তবুও এখন থেকেই জন্মদিন উদযাপনের পরিকল্পনা শুরু করে দিলেন ক্যাটরিনা কইফ। সব কিছু ঠিক থাকলে আগামী ১৪ জুলাই মুক্তি পাবে ক্যাটরিনার পরবর্তী ছবি ‘জগ্গা জাসুস’। ঠিক তার দু’দিন পরেই অর্থাৎ ১৬ জুলাই তার জন্মদিন।
ইন্ডাস্ট্রি সূত্রে খবর, ছবির কমিটমেন্ট শেষ হলে একটা ছোট্ট বিরতি নিতে চান ক্যাটরিনা। সে কারণেই ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে নিউ ইয়র্কে জন্মদিন কাটাতে চান তিনি।
নিউ ইয়র্ক তার পছন্দের শহর। ঠিক ওই সময়েই নিউ ইয়র্কে আইফা ২০১৭-এর আসর বসবে। ওই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পারফর্ম করছেন ক্যাটরিনা। তাই জন্মদিনের পরেও একেবারে পারফরম্যান্স শেষ করেই তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/ ১৫ জুন, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৭