সিডি চয়েস মিউজিকের ব্যানারে কণ্ঠশিল্পী দিন ইসলামের 'মনের আকাশ' গানটি প্রকাশিত হয়েছে। গানের কথা লিখেছেন এইচ এম রিপন। সুর করেছেন এফ এ প্রীতম ও সঙ্গীত করেছেন অনিম খান। সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন ফারাবী।
সিডি চয়েস মিউজিকের কর্ণধার এমদাদ সুমন বলেন, দিন ইসলাম নতুন শিল্পী হলেও ওর গায়কী চমৎকার। ও অনেক ভালো করবে বলে আমার বিশ্বাস। শীঘ্র গানটির অফিসিয়াল মিউজিক ভিডিও প্রকাশিত হবে।
দিন ইসলাম বলেন, এই গানটা একটু ভিন্ন ধরনের। আমি চেষ্টা করেছি গায়কীতে বৈচিত্র্য আনার। কতটুকু সফল হয়েছি তার বিচারের ভার শ্রোতাদের উপর রইলো।
বিডি প্রতিদিন/১৬ জুন, ২০১৭/ফারজানা