একজন সাধারণ মানুষ থেকে বিশ্বখ্যাত হয়েছেন বাবা রামদেব। যোগ-এর জন্যেই শুধু নয়, রাজনীতি না করেও রাজনীতিক তিনি। ব্যবসায়ী না হয়েও তিনি শিল্পপতি। একই সঙ্গে অভিনেতা না হয়েও তিনি বিজ্ঞাপনের মডেল, বিভিন্ন রিয়্যালিটি শো-এর নিয়মিত অতিথি।
‘স্বামী বাবা রামদেব : দ্যা আনটোল্ড স্টোরি’ নামের এই সিরিয়ালের কাজ চলতি বছরের শেষের দিকেই শুরু হতে পারে। ছবির প্রযোজক বিখ্যাত অভিনেতা অজয় দেবগণ। পরিচালক অভিনব শুক্ল। শুধু রামদেব বাবাই নন, তার সঙ্গী বালকৃষ্ণও থাকবেন এই ধারাবাহিকে।
রামদেবের সঙ্গে সঙ্গে পতঞ্জলীর কর্ণধার বালকৃষ্ণও সাধারণ থেকে অসাধারণ হয়েছেন। যোগগুরুর আশ্রমিক জীবন, যোগগুরু হয়ে ওঠা এবং পতঞ্জলীর সাফল্য-সবই এই ধারবাহিকে থাকবে বলে জানা গেছে। চলতি বছরেই শ্যুটিং শুরু হবে বলে জানা গিয়েছে। এখন জোরালো ভাবেই চলছে প্রি-প্রোডাকশনের কাজ।
প্রথমে শোনা গিয়েছিল, ‘দিল ধড়কনে দো’, ‘লুটেরা’ এবং সাম্প্রতিক সময়ের ‘আ ডেথ ইন দ্য গঞ্জ’ ছবির অভিনেতা বিক্রান্ত মাসে রামদেবের চরিত্রে অভিনয় করবেন। একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকের কাছে তিনি সম্প্রতি স্বীকার করেছেন যে এই প্রজেক্টটি করতে রাজি হলেও পরে ব্যক্তিগত কারণে তিনি পিছিয়ে আসেন। তাই কে রামদেব-এর চরিত্রে অভিনয় করছেন, সেটি এখনও ধোঁয়াশা।
বিডি-প্রতিদিন/ ১৬ জুন, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৮