অস্কার বিজয়ী পরিচালক জন এভিল্ডসেন আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। মার্কিন এই পরিচালক ব্লাকবাস্টার চলচ্চিত্রের জন্য অস্কার পেয়েছিলেন। তার চলচ্চিত্রের মধ্যে রয়েছে রকি, দ্যা কারাতে কিড ইত্যাদি। খবর এএফপি’র।
তিনি লস অ্যাঞ্জেলসের সেডার্স-সিনাই মেডিকেল সেন্টারে অগ্নাশয়ে ক্যানসার জনিত কারণে মারা যান। এভিল্ডসেনের বড় ছেলের এ কথা জানিয়েছেন।
বিডি প্রতিদিন/১৭ জুন ২০১৭/এনায়েত করিম