চার বছর পর বড় পর্দায় মুক্তি পাচ্ছে অপূর্ব লাখিয়ার ছবি 'হাসিনা পার্কার'। সর্বশেষ মুক্তি তার করা 'জাঞ্জির'(২০১৩) ছবিটি। রাম চরন ও প্রিয়াঙ্কা চোপড়ার মতো বড় তারকা থাকায় ছবিটি আলোচনার তুঙ্গে ছিল। কিন্তু বক্স অফিসে সাড়া জাগাতে পারেনি ছবিটি। শ্রদ্ধা কাপুর অভিনীত 'হাসিনা পার্কার' ছবিটি নিয়েও আলোচনার শেষ নেই।
ছবিটিকে ঘিরে বলিউডপ্রেমীদের আগ্রহ বাড়ছে তরতর করে। সেটা যেন আরেক পারদ চড়ে গেলে ছবির টিজার মুক্তি পাওয়ার পর। গতকাল শুক্রবার ইউটিউবে আসার পর এরইমধ্যে ১৪ লাখের বেশিবার দেখা হয়েছে টিজারটি।
'হাসিনা পার্কার' ছবিতে গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের বোন হাসিনার চরিত্রে অভিনয় করছেন শ্রদ্ধা। ছবিটিতে চিরচেনা রোমান্টিক ইমেজ ছেড়ে একদমই গ্যাংস্টার বনে গেছেন শ্রদ্ধা। চেহারায় রুক্ষতা ও কাঠিন্যের ভাব স্পষ্ট। যেন বাস্তবের মাফিয়া ডন হাসিনা পার্কারই বড় পর্দায় ফিরেছেন।
'হাসিনা পার্কার' ছবিতে শ্রদ্ধার নিজ ভাই সিদ্ধান্ত কাপুরকে দেখা যাবে দাউদ ইব্রাহিমের চরিত্রে। এ বছরে ১৮ আগস্ট মুক্তির অপেক্ষায় থাকা ছবিটির একটি আইটেম গানে দেখা যাবে বলিউড সেনশেসন আলিয়া ভাটকেও।
বিডি প্রতিদিন/১৭ জুন, ২০১৭/ফারজানা