‘যৌথ প্রযোজনা’র নামে ‘যৌথ প্রতারণা’ বন্ধের দাবিতে অবস্থান ধর্মঘটের ডাক দিয়েছে বিএফডিসির ১৪টি সংগঠন। আগামীকাল রবিবার সকাল ১০টায় এফডিসির গেটে এই ধর্মঘট পালন করা হবে।
জানা গেছে, যৌথ প্রযোজনার প্রিভিউ কমিটি ‘বস ২’ ছবিতে নীতিমালা মানা হয়নি এ মর্মে তথ্য মন্ত্রণালয়কে চিঠি দেয়। কিন্তু মন্ত্রণালয়ে ‘ভবিষ্যতে আর নীতিমাল ভাঙ্গা হবে না’ এ মর্মে মুচলেকা দিয়ে ছাড়পত্র নেয়। এর পরিপ্রেক্ষিতে আগামীকাল রবিবার দিনব্যাপী এই অবস্থান ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
এ ব্যাপারে এফডিসির অন্যতম সংগঠন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার জানান, অবস্থান ধর্মঘটে যৌথ প্রযোজনার অনিয়মের বিরুদ্ধে আরো কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে। ধর্মঘটের সময়ে এফডিসিতে কাউকে প্রবেশ বা বের হতে দেওয়া হবে না।
বিডি প্রতিদিন/১৭ জুন ২০১৭/হিমেল