মেয়ে সারা আলি খানের বলিউড ডেবিউ নিয়ে খুব একটা খুশি নন বাবা সইফ আলি খান। এক দৈনিক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাত্কারে তার বক্তব্য, "সারা খুব ভালো জায়গা থেকে পড়াশোনা করেছে। তার উচিৎ নিউ ইয়র্কে থেকে কাজ করা। বলিউডে সেরাটা না দিলে সাফল্য অনিশ্চিত। কোনও অভিভাবকই সন্তানের এমন ক্যারিয়ার চান না।" আর এতেই গুঞ্জন, আসলে বলিউড নায়িকাদের ক্যারিয়ার নিয়ে সন্দিহান সাইফ।
চলতি বছরের শুরু থেকেই সাইফ-অমৃতা কন্যা সারা আলি খানকে নিয়ে সরগম বলিউড টাউন। কখনও স্টার পুত্রদের সঙ্গে হুক-আপ, তো কখনও আম্বানিদের পার্টিতে শো-স্টপার। তবে বলিউডে তার অভিষেক নিয়েই সবচেয়ে বেশি সংবাদ শিরোনামে এসেছেন সারা। শোনা যাচ্ছে, দৌড়ে এগিয়ে অভিষেক কাপুর এবং করণ জোহর। বাবার রাগ হলেও, ২৩ বছরের নতুন এই নায়িকার অভিষেক নিয়ে খুশি তার মা অমৃতা এবং সৎ মা কারিনা।
বিডি-প্রতিদিন/ ১৭ জুন, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২০