ঈদে চারটি টেলিফিল্ম ও তিনটি একক নাটকে দেখা যাবে শৌখিন অভিনেতা আজম খানকে। শখের এই অভিনেতা ব্যক্তিগত জীবনে একটি ব্যাংকের হেড অব মার্কেটিং পদে কর্মরত।
তার অভিনীত টেলিফিল্ম ও নাটকগুলোর মধ্যে রয়েছে মাসুম শাহরিয়ারের রচনা ও চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘তালপাতার পাখা’, ‘সবুজ মানুষ’, ‘কখনো এমন নির্জন দুপুর আসে’, ‘এবং স্বপনের মৃত্যু’, ফারিয়া হোসেনের রচনা ও চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘ফিরে আসার গল্প’ ও ‘সে আকাশ ভালোবাসে’। এ ছাড়া পিন্টু সাহার টেলিফিল্ম ‘হৃদয়ে মম’তেও অভিনয় করেছেন আজম খান।
এ ব্যাপারে আজম খান বলেন, ‘অভিনয়টা করি শখের বশে। চাকরির বাইরে যেটুকু সময় পাই সেটাই ব্যয় করি অভিনয়ের পেছনে। দুই বছরে ৩০টির মতো নাটকে অভিনয় করেছি।’
বিডি প্রতিদিন/১৭ জুন ২০১৭/হিমেল