জোভান, মিশু ও ওশান তিন বন্ধু। তবে একজন অন্যজনের ভালো দেখতে পারে না। একজন প্রেম করলে অন্যজন গিয়ে ভেঙে দেয়। এভাবে নিজেরাই ভুক্তভোগী হতে থাকে। পরে তিনজন মিলে সিদ্ধান্ত নেয়, এসব না করে বরং নিজেদের মতো করে পছন্দের মেয়ের সঙ্গে প্রেম করবে তারা।
সিদ্ধান্ত অনুযায়ী তিনজনই নিজেদের মনের মানুষের সঙ্গে প্রেম করতে শুরু করে। কিন্তু এক সময় দেখা যায়, তারা তিনজনই এক মেয়ের সঙ্গে প্রেম করছে। এরপর কাহিনি মোড় নেয় অন্যদিকে। ‘শর্তসাপেক্ষে’ নামের একটি ঈদ নাটকে এমনি কাহিনী দেখা যাবে।
হিমেল আশরাফ নির্মিত হাস্যরসাত্মক ও রোমান্টিক ঘরানার নাটকটি লিখেছেন মেজবাহউদ্দিন সুমন। আসন্ন ঈদুল ফিতরে এটিএন বাংলায় এটি প্রচারিত হবে। এতে অভিনয় করেছেন জোভান, শবনম ফারিয়া, মিশু সাব্বির, ওশান প্রমুখ।
বিডি-প্রতিদিন/১৭ জুন, ২০১৭/মাহবুব