বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার ছবি নিয়ে পক্ষে-বিপক্ষে তর্কের শেষ নেই। এবার ঢালিউডের বেশ কয়েকজন শিল্পী, নির্মাতা, কলাকুশলী যৌথ প্রযোজনার ছবিতে অনিয়মের বিরুদ্ধে সরব হয়েছেন ফেসবুকেও। 'যৌথ প্রযোজনার নামে যৌথ প্রতারণা বন্ধ করুন, বাংলাদেশের চলচ্চিত্র শিল্প রক্ষায় এগিয়ে আসুন' স্লোগানটি এখন ফেসবুকে ভাইরাল।
ফেসবুকের প্রোফাইল ছবি পরিবর্তনেরও হিড়িক পড়েছে। যাতে একটি প্রতিবাদী মুষ্ঠিবদ্ধ হাত ও স্লোগানটি রয়েছে। এর মাধ্যমে ফেসবুকেও যৌথ প্রযোজনার চলচ্চিত্রে অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন তারা।
যৌথ প্রযোজনার চলচ্চিত্রে অনিয়মের বিরুদ্ধে বাংলাদেশ চলচ্চিত্র ঐক্যজোট আজ রবিবার প্রতিবাদ সমাবেশেরও ডাক দিয়েছে। এফডিসিতে সকাল ১১টার দিকে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। চলচ্চিত্র ঐক্য জোটের আহ্বায়ক ও পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, যৌথ প্রযোজনার নিয়ম না মানলেও 'বস ২'কে অজানা কারণে ছাড়পত্র দেয়া হচ্ছে। তাই এই আন্দোলনের সিদ্ধান্ত নিতে হচ্ছে। অনিয়মের যৌথ প্রযোজনার ছবি এদেশে নির্মাণ করতে দেয়া হবে না।
বিডি প্রতিদিন/১৮ জুন, ২০১৭/ফারজানা