ইদানীং জনপ্রিয় স্টার কিডদের তালিকায় প্রথম দিকেই থাকবে সইফ-করিনার ছেলে তৈমুর আলি খান। গত ডিসেম্বরে জন্মের পর থেকেই শিরোনামে রয়েছে সে। এ বার এই ক্ষুদে তারকা সম্পর্কে বেশ কিছু নতুন তথ্য শেয়ার করলেন খোদ কারিনা।
সম্প্রতি তুষার কাপুরের ছেলে লক্ষ্য-এর জন্মদিনে তৈমুরকে নিয়ে হাজির হয়েছিলেন কারিনা কাপুর। সেখানে কারিনা সাংবাদিকদের বলেন, ‘‘প্রতি দিন সকাল সাতটার মধ্যে তৈমুরকে ঘুম থেকে তুলে দেই। সবেমাত্র সলিড ফুড খেতে শিখেছে ও। ওর খাওয়া শেষ হলে ২০ মিনিটের মতো ওর সঙ্গে থাকতে পারি। তার পরেই বেরিয়ে যাই। সাধারণত আরতি শুনতে শুনতে ঘুম ভাঙে ওর।’’
কারিনা জানিয়েছেন, এখন সন্তানের ডায়াপার চেঞ্জ করাটা অনেকের কাছেই ফ্যাশনেবল। এটা বলে অনেক মা আনন্দ পান। কিন্তু এতে তো নতুন কিছু নেই। এই কাজ সকলকেই করতে হয়। ছেলের সঙ্গে বাবা সাইফের সম্পর্ক কেমন এমন প্রশ্নের জবাবে কারিনা জানান, ‘‘বাবার সঙ্গে ছেলের সম্পর্ক কেমন সে তো তৈমুর বড় হলে বোঝা যাবে।’’
বিডি-প্রতিদিন/ ১৯ জুন, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৫