যমজ সন্তানের মা হয়েছেন সংগীতশিল্পী তারকা বিয়ন্সে। দ্বিতীয়বারের মতো মা হয়েছেন ৩৫ বছর বয়সী এ মার্কিন গায়িকা। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইন্সটাগ্রামে অনাগত যমজ সন্তানের কথা ভক্তদের জানান বিয়ন্সে।
স্বামী র্যাপার শন কোরে কার্টার (জেযি) ও বিয়ন্সের ঘরে ব্লু আইভি নামে পাঁচ বছরের মেয়ে আছে। যমজ সন্তানের জন্ম নিয়ে বিয়ন্সের পরিবার থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়া হয়নি। বিয়ন্সের যমজ সন্তান ছেলে না মেয়ে তাও এখনো জনসমক্ষে প্রকাশ করা হয়নি।
গতকাল শনিবার আমেরিকার ই! নিউজ, ইউএস উইকলি, পিপলস সাময়িকী বিয়ন্সের যমজ সন্তান জন্মের খবর প্রকাশ করে। বিভিন্ন সূত্রের উদ্ধৃতি দিয়ে দাবি করা হয়, গত বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের হাসপাতাল এলাকায় দেখা গেছে বিয়ন্সের স্বামী ও মেয়েকে।
বিডি প্রতিদিন/১৮ জুন, ২০১৭/ফারজানা