অভিনেতা হিসাবে তিনি সারা বিশ্বে জনপ্রিয়, অভিনয়ের পাশাপাশি এখন তিনি সফল প্রযোজক। কয়েকদশক ধরে বলিউডের কিং তিনি। তিনি বলিউডের বাদশা, শাহরুখ খান। যাঁর সাম্রাজ্য বেশ কয়েকবছর ধরেই বলিউডের পাশাপাশি বিস্তার করেছে বাইশ গজেও। কারণ অবশ্যই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অন্যতম সেরা টিম কলকাতা নাইট রাইডার্সের মালিকানা। এবার সেই খেলার মাঠেই অন্য অবতারে দেখা যাবে তাঁকে। রবিবার চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ধারাভাষ্যকার হিসাবে ডেবিউ করতে চলেছেন শাহরুখ খান।
মুক্তির অপেক্ষায় তাঁর পরবর্তী ছবি ‘হ্যারি মেট সেজল’। পরিচালক ইমতিয়াজ আলির সঙ্গে এই প্রথম জুটি বেঁধেছেন অভিনেতা ও প্রযোজক শাহরুখ খান। ছবিতে হ্যারির চরিত্রে তাঁকেই দেখা যাবে, তা বলাই বাহুল্য। কারণ ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এই ছবির পোস্টার। ছবিতে হ্যারির সেজল অানুশকা শর্মা।
পোস্টার থেকেই ছবির প্রচার শুরু করেছেন কিং খান । এমনিতেই শাহরুখের প্রচার প্রক্রিয়া বারবারই বলিউডকে দেয় নতুন দিশা। তিনিই প্রথম ছবির প্রচারে লঞ্চ করেছিলেন অ্যাপ। আবার তিনিই প্রথম যে তাঁর ছবির ট্রেলার লঞ্চ করেছিলেন সিনেমাহলে। কখনও ট্রেনে করে পৌঁছে যান স্টেশনে স্টেশনে তো কখন আবার সোশ্যাল সাইটে তাঁর ছবির পোস্টারে বসিয়ে দেন তাঁর ফ্যানেদের ছবি।
এবারেও প্রচারে সেইরকমই কিছু অভিনবত্ব আনতেই চ্যাম্পিয়নস ট্রফির কমেন্ট্রি বক্সে তাঁর আগমন। তবে ছবির প্রচারে আগেও অতিথি হিসাবে এসেছেন কমেন্ট্রি বক্সে। তবে অফিশিয়াল কমেন্টেটর হিসাবে এই প্রথম। মুম্বাইয়ের স্টুডিও থেকে বীরেন্দ্র শেহবাগের সঙ্গে হিন্দিতে কমেন্ট্রি করবেন তিনি। একদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল অন্যদিকে মুখোমুখি ভারত পাকিস্তান, এরকম একটা হাই ভোল্টেজ ম্যাচে যদি কমেন্ট্রি বক্সে থাকেন শাহরুখ খান তা সত্যিই বাড়তি পাওনা ক্রিকেট প্রেমীদের পাশাপাশি তাঁর ফ্যানেদের।
তবে খেলার মাঠে ছবির প্রচার যেন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে বলিউডের কাছে। এই চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত বনাম সাউথ আফ্রিকা ম্যাচের বিরতিতেই নিজের আগামী ছবি ‘টয়লেট এক প্রেম কথা’র ট্রেলার লঞ্চ করেন অক্ষয় কুমার। কমেন্টেটর হিসাবে একদিন লন্ডনের বক্সে পৌঁছে গিয়েছিলেন রণবীর সিং। এবার পালা কিং খানের। আর মাত্র কয়েকঘন্টার অপেক্ষা, কমেন্টেটর শাহরুখ কতটা সাফল্য পান সেদিকেই তাকিয়ে তাঁর ফ্যানেরা।
সূত্র: সংবাদ প্রতিদিন
বিডি প্রতিদিন/ ১৮ জুন ২০১৭/ ই জাহান