দীর্ঘ ছয় বছর পর আবার ঈদের নাটকে অভিনয় করলেন রাশেদুল মজিদ মামুন। মঞ্চ থেকে হাতে খরি হলেও কর্পোরেট ব্যস্ততার কারণেই এতদিন ছোট পর্দা থেকে দূরে ছিলেন।
তবে এবার একা নয় স্বপরিবারে স্ত্রী-পুত্রকে নিয়ে অভিনয় করলেন 'ছবিয়াল ঈদ রি-ইউনিয়ন' সিরিজের মুহাম্মদ মোস্তফা কামাল রাজ-এর রচনা ও পরিচালিত “২৬ দিন মাত্র” নাটকে। প্রায় এক যুগ পর ‘ছবিয়াল’-এর পুনর্মিলন হচ্ছে এই ঈদে। একুশে টিভির জন্য মোস্তফা সরয়ার ফারুকী ও তাঁর ভাই-বেরাদার বানাচ্ছে সাতটি নাটক। গ্রুপএম ইএসপির প্রযোজনায় নির্মিত হচ্ছে ছবিয়াল রি-ইউনিয়নের এই সাত নাটক।
“২৬ দিন মাত্র” নাটকে অতিথী শিল্পীর ভূমিকায় ছিলেন একই পরিবারের তিন সদস্য রাশেদুল মজিদ মামুন, সালমা আক্তার ও মুআজ আল মাজিদ। মূল চরিত্রে অভিনয় করেছেন আমজাদ হোসেন, দিলীরা জানান, নাদের চৌধুরী, আহসানুল হক মিনু ও মুক্তা। নাটকটির চিত্রগ্রহণ করেন নাজমুল হাসান, সম্পাদনায় সাইদুজ্জানান সোহেল ও শিল্প নির্দেশনা করেন শিমুল নন্দী।
এ ব্যাপারে রাশেদুল মজিদ মামুন বলেন, অনেক নাটক দেখেছি ও করেছি। কিন্তু এবারের অভিজ্ঞতাটি সম্পূর্ণ ভিন্ন। যদিও বন্ধু মুহাম্মদ মোস্তফা কামাল রাজ’র চাপে পরে আবার নাটকে অভিনয় করা, কিন্তু এমনটি দেখিনি কোনদিন। দর্শক মনোমুগ্ধ হয়ে নাটকটি দেখবে।
বিডি প্রতিদিন/১৯ জুন ২০১৭/হিমেল