লোক গান ভিত্তিক রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা’ এর মাধ্যমে সঙ্গীতে পরিচিতি পান সুমাইয়া আক্তার সঙ্গী। প্রতিযোগিতার সেরা পাঁচে উঠে এসেছিলেন তিনি। এরপর জাহিদ বাশার পংকজের মিউজিকে ‘ভ্রমর কইয়ো গিয়া’ এবং ‘আমার অন্তরায়’ গান দু'টি নতুন করে গেয়েছেন এই শিল্পী।
সঙ্গীতার ব্যানারে প্রকাশিত দুটি ফোক গানের ভিডিওই দারুণ জনপ্রিয় হয়েছে। মূলত ফোক গান গেয়ে পরিচিতি পেলেও সঙ্গী সব ধরনের গানেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। এবার তিনি হাজির হচ্ছেন একটু ভিন্নভাবে। পঙ্কজের কম্পোজে আসছে সঙ্গীর নতুন গান ‘আই অ্যাম এ রক স্টার’ এবং আরেকটি ফোক গান ‘মনের সেলে বন্দী করে’।
এ প্রসঙ্গে সঙ্গী বলেন, ‘এখন আসলে স্টেজ শো নিয়েই বেশি ব্যস্ত থাকি। এর বাইরে দু'টি গান করছি। একটি পিওর ফোক। অন্য গানটি একটু এক্সপেরিমেন্টাল। তবে আমি বেশ উৎফুল্ল। কারণ আমার ধারণা গান দুটি শ্রোতাদের ভালো লাগবে।’
বিডি-প্রতিদিন/১৯ জুন, ২০১৭/রণক/মাহবুব