মোশাররফ করিম অভিনীত ‘মাহিনের পাদুকা জোড়া’ নামে একটি খণ্ড নাটক গত বছর ঈদুল আযহায় একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হয়েছিল। এবারও ঈদকে সামনে রেখে মোশাররফ করিমকে নিয়ে একাধিক খণ্ড ও ধারাবাহিক নাটক নির্মিত হয়েছে।
আসছে ঈদের জন্য মোশাররফ করিমের সঙ্গে তিশাকে জুটি করে তারই পরে খন্ড হিসেবে ছয় পর্বের ধারাবাহিক নাটক নির্মাণ করলেন সাগর জাহান। নাটকটির নাম ‘মাহিনের নীল তোয়ালে।’
নিজের ব্যবহৃত জিনিস হুট করে কেউ নিলে মেজাজ খারাপ হওয়াটা স্বাভাবিক, কিন্তু ওই ব্যবহূত জিনিসটাই যে দরকার যেটা সে ব্যবহার করেছে এবং ওই হারানো জিনিসটাই যে তার পেতে হবে, এটা শিশুসুলভ ব্যাপার। আর এ ব্যাপারটা ‘মাহিনের তোয়ালেটা’তে মোশাররফ করিমকে দেখা যাবে।
নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম, তিশা, নাদিয়া নদী, আ খ ম হাসান, ফারুক আহমেদ প্রমুখ। নাটকটি প্রচার হবে ঈদের দিন থেকে ৭ম দিন পর্যন্ত রাত ৯টা ৪৫ মিনিটে।
বিডি প্রতিদিন/১৯ জুন ২০১৭/এনায়েত করিম