সেমাই ছাড়া ঈদ কল্পনাই করা যায় না। অথচ পা দিয়ে শুধু পা রুটিই হয় না, পবিত্র ঈদুল ফিতরে অতিথি আপ্যায়নের মূল উপকরণ এই সেমাইও তৈরি হয়। দইয়ের রাজধানী খ্যাত বগুড়ার আমদদিঘির একটি কারখানায় এর প্রমাণ মিলেছে। ওই কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে পোকা মাকড়ে ঠাসা খোলা পরিবেশে চলছে মানুষের অতি প্রিয় লাচ্ছা-সেমাই তৈরি।
বেসরকারি স্যাটেলাইট চ্যানেল নিউজটোয়েন্টিফোরের অনুসন্ধানী প্রোগ্রাম টিম আন্ডারকভারের ক্যামেরায় এবার উঠে এসেছে লাচ্ছা-সেমাই তৈরির কারখানার এমনই চিত্র। গত শনিবার আশিকুর রহমান শ্রাবণের উপস্থাপনায় প্রচারিত হয় এ পর্বটি।
ভিডিও :
বিডি প্রতিদিন/২০ জুন ২০১৭/এনায়েত করিম