কপিল শর্মার সময়টা একেবারেই ভাল যাচ্ছে না। সদ্য ‘দ্য কপিল শর্মা শো’ বন্ধ হয়ে যাওয়ার খবর সামনে এসেছে। এবার ভাঙন ধরল তার ব্যক্তিগত সম্পর্কেও। শোনা যাচ্ছে, বান্ধবী গিন্নি ছত্রাতের সঙ্গে নাকি বিচ্ছেদ হয়েছে কপিলের। আর তার জন্য দায়ী কপিলেরই এক মহিলা সহকর্মী!
ডিএনএ-এর খবর অনুযায়ী, কপিলের সঙ্গে নিজের সম্পর্কের কথা সেই সহকর্মী ‘দ্য কপিল শর্মা শো’-এর টিম মেম্বারদের মধ্যে ছড়িয়ে দেন। কপিল যদিও গিন্নির সঙ্গে নিজের সম্পর্কের কথা সকলকে বলেছেন। কপিলের সেই সহকর্মী উদ্দেশ্যপ্রণোদিত ভাবে গিন্নির দিক থেকে কপিলের নজর ঘোরাতে চেয়েছিলেন।
জানা গেছে, কপিলের সঙ্গে ওই সহকর্মীর সম্পর্ক অবশ্য বেশ গভীর। তার বিরুদ্ধে কোনও কথাই নাকি কপিল সহ্য করতে পারতেন না। গিন্নির সঙ্গে সম্পর্ক ভাঙার পর এই সহকর্মীর সঙ্গে কি নতুন সম্পর্কে জড়িয়েছেন কিনা কপিল, সে বিষয়ে এখনও পর্যন্ত অবশ্য মুখ খোলেননি কপিল।
চলতি বছরের মার্চ মাস নাগাদ পেশায় ব্যবসায়ী গিন্নির সঙ্গে দর্শকদের সোশ্যাল মিডিয়ায় আলাপ করিয়ে দেন কপিল। গিন্নির সঙ্গে একটি ছবি শেয়ার করে কপিল টুইট করেছিলেন, ‘ও আমার বেটার হাফ বলব না। বরং বলব, ও আমাকে পরিপূর্ণ করছে। গিন্নি তোমাকে ভালবাসি। সকলে ওকে স্বাগত জানান।’
এদিকে বলিউড মহলে কপিল ও গিন্নির ব্রেকআপ নিয়ে জোর জল্পনা চলছে। আদৌ কি তা সত্যিনাকি এর নেপথ্যে লুকিয়ে অন্য কোনও গল্প।
বিডি-প্রতিদিন/ ১৪ সেপ্টেম্বর, ২০১৭/ তাফসীর