'কনসার্ট ফর বাংলাদেশ'-এর প্রধান উদ্যোক্তা হিসেবে আমাদের কাছে বেশি পরিচিত জর্জ হ্যারিসন। উপমহাদেশীয় বাদ্যযন্ত্রের প্রতিও আগ্রহ ছিল ব্রিটিশ এ সঙ্গীততারকার। উপমহাদেশের জনপ্রিয় সঙ্গীতজ্ঞ পণ্ডিত রবিশংকরের কাছে সেতার বাজানো শিখেছিলেন তিনি।
নিলামে উঠতে যাওয়া সেতারটি জর্জ হ্যারিসন কিনেছিলেন ১৯৬৫ সালে লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটের একটি দোকান থেকে। শুধু সেতার শিখেই ক্ষান্ত হননি জর্জ হ্যারিসন। বিটলসের জনপ্রিয় 'নরওয়েজিয়ান উড' গানটি গাওয়ার সময় সেতার বাজিয়েছিলেনও।
নিলামের জন্য জর্জ হ্যারিসনের সেই সেতারটির প্রাথমিক মূল্য ধরা হয়েছে ৫০ হাজার মার্কিন ডলার। নিলাম শুরু হবে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে। সূত্র : বিবিসি
বিডি প্রতিদিন/১৫ সেপ্টেম্বর, ২০১৭/ফারজানা