সহ-অভিনেত্রীকে নিজের শহরের খাবারে আপ্যায়ন করলেন প্রভাস। আর রাজকীয় হায়দ্রাবাদি খানায় মজে গেলেন শ্রদ্ধা কাপুর। পরবর্তী ছবি ‘সাহো’ এর জন্য এখন হায়দ্রাবাদে শুটিং করছেন প্রভাস এবং শ্রদ্ধা।
ছবির দিনভর প্যাকড শিডিউলের ফাঁকেই ছবির নায়িকা শ্রদ্ধা কাপুরকে হায়দ্রাবাদি রান্নার স্বাদ পরখের কথা মনে আসে প্রভাসের। যেমন ভাবা, তেমন কাজ। গত মঙ্গলবার সন্ধ্যায় ‘হাসিনা পার্কার’–এর নায়িকাকে রকমারি খাবারে চমকে দিলেন ‘বাহুবলী’।
নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে প্রায় ১৭-১৮ রকমের খাবার দেখে তো খাবার টেবিলেই অজ্ঞান হওয়ার জোগাড়। কী ছিল না সেই ভোজ টেবিলে। বিভিন্ন রকমের মাছ, মাংস, ডিম, ডাল, সব্জি, দই, চাটনি। ছিল ফ্রায়েড রাইস, পোলাও সহ ভাতের ২-৩ রকমের পদও।
এমনিতেই ভোজনরসিক বলে নাম আছে প্রভাসের। জিম করা পেটানো শরীরের জন্য চর্চা করলেও দক্ষিণ হাতকে তার জন্য সব সময় বঞ্চিত করেন না তিনি। এমনকী ‘বাহুবলী’এর শুটিংয়ের ফাঁকেও কয়েক রকমের বিরিয়ানি খেয়েছেন তিনি। তাই পাঞ্জাবিকন্যা শ্রদ্ধা কাপুরকে নাগালে পেয়ে জিভে জল আনা রান্নায় কোনও অংশ কম যায় না, তা দেখিয়ে দেওয়ার লোভ সামলানো কি সম্ভব অমরেন্দ্র বাহুবলীর পক্ষে। টুইটারে সেই ভোজ টেবিলের ছবি আপলোড করতেও দেরি করেননি শ্রদ্ধা।
হাইটেক অ্যাকশন ছবি ‘সাহো’র অন্য অভিনেতাদের মধ্যে আছেন জ্যাকি শ্রফ, চাঙ্কি পাণ্ডে, মহেশ মঞ্জরেকর, টিনু আনন্দ, মালয়ালম অভিনেতা লাল এবং অরুণ বিজয়। তামিল, তেলুগু এবং হিন্দিতে হওয়া ছবিটি মুক্তি পাবে আগামী বছর।
বিডি প্রতিদিন/ ১৫ সেপ্টেম্বর, ২০১৭/ তাফসীর