তিনি যেন সব সময়ই বলিউডের 'ব্যাড বয়'দের দলে! কখনও ড্রাগ কাণ্ডে জেলে গিয়েছেন, কখনও নাম জড়িয়েছে বলি নায়িকাদের সঙ্গে। তিনি সঞ্জয় দত্ত। এবার নিজেই মুখ খুললেন তার এক সময়ের ফ্ল্যামবয়েন্ট ইমেজ নিয়ে। শেয়ার করলেন বিভিন্ন রিলেশনশিপের কথাও।
সম্প্রতি ইন্ডিয়া টুডের একটি ইভেন্টে সঞ্জয় উপস্থিত ছিলেন। তার কাছে জানতে চাওয়া হয়, এক সময় নাকি দুই নায়িকার সঙ্গে সমান তালে প্রেম করেছেন সঞ্জয়? অন্তত এমনটাই গসিপ ছিল বলিউডে। এমন প্রশ্নের জবাবে খুব শান্তভাবে সঞ্জয় বলেন, না। বিষয়টা ঠিক নয়। দুইজন নয়, একসঙ্গে তিনজনের সঙ্গে সম্পর্ক ছিল আমার।'
সঞ্জয়ের এই সরল স্বীকারোক্তিতে চমকে যান উপস্থিত সকলে। সে মুহূর্তে তার কাছে জানতে চাওয়া হয়, তিনজনকে কীভাবে একসঙ্গে সামলাতেন তিনি? মুচকি হেসে সঞ্জয় বলেন, 'একটু চালাক তো হতেই হবে। একজনের সঙ্গে কী হচ্ছে সেটা অন্যজন জানলে হবে না।'
বিডি প্রতিদিন/১৬ সেপ্টেম্বর ২০১৭/আরাফাত