বলিউডের বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানওয়াত। প্রায় সময়ই বিতর্কিত মন্তব্য করে হেডলাইনে আসেন তিনি। কিছুদিন আগেই একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে গিয়ে তার ব্যক্তিগত জীবন নিয়ে বেশ কিছু এমন মন্তব্য করেন, যার রেশ এখনও চলছে।
তার এই সমস্ত সাহসী মন্তব্যের কারণে তিনি যেমন সমালোচিত হন, তেমনই কারও কারও প্রসংশাও পেয়েছেন। কিন্তু অভিনয় করা ছেড়ে দেওয়ার পর কী করতে চান বলিউড ‘কুইন’। এই প্রশ্নের উত্তর পাওয়া গেল তার কাছ থেকেই।
এই প্রসঙ্গে কঙ্গনা বলেন, ‘অভিনয় করা ছেড়ে দেওয়ার পর জীবনের অন্য একটি পর্যায়ে যেতে পারব। বলিউড ছেড়ে দেওয়ার পর আমি একজন লেখিকা হয়ে যেতে পারি। কিংবা ছবি পরিচালনা করতে পারি। আবার জৈব চাষও করতে পারি। মানালিতে একটা সুন্দর বাড়িও বানিয়েছি।’
বিডি প্রতিদিন/ ১৭ সেপ্টেম্বর, ২০১৭/ তাফসীর