আধ্যাত্মিক ক্ষমতা ও চিকিৎসার কথা বলে সমাজে অনেকেই লোক ঠকান। তেমনই একজন কুমিল্লা শহরের দৌলতপুর এলাকার দেলোয়ার ফকির। যিনি স্থানীয়দের কাচে খড়ম পাগলা নামেও পরিচিত। স্বাক্ষর-জ্ঞান না থাকলেও পাগলের চিকিৎসা করেন তিনি।
বেসরকারি স্যাটেলাইট চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের অনুসন্ধানী প্রোগ্রাম 'টিম আন্ডারকভার'র ক্যামেরায় উঠে এসেছে খড়ম পাগলার নানা কাণ্ডকারখানা। খড়ম/জুতা দিয়ে মানসিক ভারসাম্যহীন রোগীদের চিকিৎসা করান। চিকিৎসা পদ্ধতিও অভিনব। পুরোনো একটি খড়ম দিয়ে তিনি রোগীদের পেটান আর খড়ম ধোয়া পানি খাওয়ান।
বিস্তুারিত ভিডিওতে:
বিডি প্রতিদিন/১৭ সেপ্টেম্বর, ২০১৭/ফারজানা