ব্রাজিলের রক ইন রিও উৎসবে গান শোনাবেন না পপতারকা লেডি গাগা। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ। টুইটারে নিজেই দিয়েছেন সেই খবর।
গাগা লিখেছেন, আপনাদের জন্য সব করতে পারি। কিন্তু এখন শরীরের প্রতি যত্ন নিতে হচ্ছে।বিষয়টি বুঝতে পারবেন আশা করছি। কথা দিচ্ছি, শিগগিরই এসে গান-বাজনা করবো।
গাগা ফাইব্রোমাইলজিয়া রোগে ভুগছেন। এর ফলে শরীর জুড়ে ব্যথা হয়, ক্লান্তি আসে। এ ছাড়া দুশ্চিন্তা ও স্মৃতিজনিত সমস্যাও দেখা দেয়। গাগা লিখেছেন, হাসপাতালে নিয়ে আসা হয়েছে আমাকে। প্রচণ্ড ব্যথায় ভুগছি। চিকিৎসকরা আমাকে পর্যবেক্ষণে রেখেছেন।
বিডি প্রতিদিন/১৭ সেপ্টেম্বর, ২০১৭/ফারজানা