সন্দীপ ভোহরা, কোনো আলোচিত ব্যক্তি নন। তার বোন সানি লিওনের জোরে আজ খবরের পাতায়। সেটাও অবশ্য সানির কারণে। চলতি বছরই আমেরিকার লস অ্যাঞ্জেলসে কারিশমার নায়ডু নামের এক ফ্যাশন সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন সন্দীপ। আর কিছু দিন আগে ভাই-ভাবির সঙ্গে বিয়ের সেই ছবি নিজের প্রোফাইলে পোস্ট করেন সানি লিওন।
তবে বলিউডের আইটেম কন্যার চেয়ে কোনো অংশে কম যান না সানির এই ভ্রাতৃবধূ। বিয়ের পর থেকেই সে ছবি স্পষ্ট হয়েছে নেটদুনিয়ায়। রীতিমতো স্টাইলিশ অবতারে নেটিজেন মহলে ধরা দিয়েছেন কারিশমা। আর তাঁর এই রূপ বেশ পছন্দ হয়েছে নেটিজেনদের।
২০ হাজারেরও বেশি ফলোয়ার রয়েছে কারিশমার। নিজের এই ফ্যান ফলোয়িং বেশ উপভোগ করেন তিনি। পেশায় ফ্যাশন ডিজাইনার হওয়ার সৌজন্যে তাঁর ফ্যাশন সেন্সও বেশ ভাল। ছবি তার পোস্ট করা ছবিগুলো বেশ উপভোগ করছে নেটিজেনরা। যা অনেকটা সানি লিওনের জনপ্রিয়তাকে টেক্কা দেওয়ার মতো।
বিডি-প্রতিদিন/১৭ সেপ্টেম্বর, ২০১৭/মাহবুব