শাহেদ চৌধুরী পরিচালিত নতুন ছবি 'কবে হবে দেখা’ চলচ্চিত্রে আইটেম গানে কন্ঠ দিয়েছেন এই প্রজন্মের জনপ্রিয় কন্ঠ শিল্পী ঐশী। জিয়াউদ্দিন আলমের কথায় এই প্রথম প্রতিক হাসানের সুরে চলচ্চিত্রে প্লে-ব্যাক করলেন ঐশী।
গানের কথা
তোর ঐ মনের পাড়ায়
থাকবো করে আমি ভাড়া
দেখবি আমার রুপের যৌবন
কমলা রঙে রাঙ্গা মন
সোনা দিসনারে তুই জ্বালা
মনের সাথে মন মিলাইয়া দিমু তালা।
সম্প্রতি মগবাজারের ফোকাস মাল্টিমিডিয়ার স্টুডিওতে গানের রেকর্ডিং সম্পূর্ণ হয়েছে।
প্রতিক হাসান বলেন, এর আগে আমার এক সাথে ইত্যাদিতে গান করেছি। আমার সুর সঙ্গীতে প্রথম ঐশী গাইলেন চলচ্চিত্রে। অসাধারণ গেয়েছেন ঐশী। আশা করছি শ্রোতারা আমার আগের কাজের এই গানটি গ্রহণ করবেন।
'কবে হবে দেখা' ছবিটি প্রযোজনা করেছেন একটি মা চলচ্চিত্র।
বিডি প্রতিদিন/১৭ সেপ্টেম্বর ২০১৭/আরাফাত