বলিউডে সেরা রোম্যান্টিক হিরো বলেই খ্যাতি রয়েছে শাহরুখ খানের। তবে এই রোম্যান্টিক হিরো বাস্তব জীবনেও কম রোম্যান্টিক নয়। শাহরুখ-গৌরির জীবনের প্রেম কাহিনি কোনও সিনেমার গল্পের থেকে কম কিছু নয়।
এদিকে শাহরুখ-গৌরি দুজনেই তাদের যে যার ক্যারিয়ারে সফল। অভিনয় জগতে শাহরুখ যেমন সফল ঠিক তেমনই গৌরি খানও অন্যতম ট্যালেন্টেড ডিজাইনার বলেই পরিচিত। করণ জোহর থেকে রণবীর কাপুর অনেকের বাংলোর ডিজাইনই গৌরির করা।
সম্প্রতি মুম্বাইয়ের জুহুতে ইন্টেরিয়র ডিজাইনিং এর একটি স্টোর খুলেছেন গৌরি। রণবীর কাপুর, সঞ্জয় লীলা বানসালি থেকে নীতা আম্বানি কে না যাননি 'গৌরি খান'স ডিজাইনস'-এ। সম্প্রতি তার সেই স্টোরের একটি বিশেষ ভিডিও সোশ্যাল সাইটে পোস্ট করেছেন গৌরি।
ভিডিওটিতে বলিউডের ফার্স্ট লেডির অসাধারণ ডিজাইন করা নানান ধরণের ইন্টেরিয়র দেখা যাচ্ছে, যা যেকোনও কাউকে মুগ্ধ করবে। গৌরির সেই ভিডিও ফার্স্ট শেয়ার করেন বেস্ট ফ্রেন্ড করণ জোহর। তবে ভিডিওটি শেয়ার করতে ভোলেননি হাবি শাহরুখও। সঙ্গে গৌরির ডিজাইনের প্রশংসা করতেও ভোলেননি।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর