বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট করপোরেশনে (বিএফডিসি) যোগদান করেছেন নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আমির হোসেন। বিদায়ী এমডি তপন কুমার ঘোষের স্থলাভিষিক্ত হয়ে বুধবার থেকে দায়িত্ব পালন করছেন তিনি।
আমির হোসেন ১৯৮৬-বিসিএস প্রশাসন ক্যাডার। এর আগে, তিনি দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন।
তপন কুমার ঘোষ মঙ্গলবার বিএফডিসি’তে শেষ কর্মদিবস পালন করেন। তিনি এখন জাতীয় সংসদে অতিরিক্ত সচিব হিসেবে যোগদান করেছেন।
বিডি প্রতিদিন/১২ অক্টোবর ২০১৭/এনায়েত করিম