বয়স ৫১ বছর হলে কী হবে এখনও অনেক সুপুরুষকে হার মানাতে পারেন মিলিন্দ। চুলে পাক ধরেছে কিন্তু মন এখনও সবুজ। ফিটনেসের জন্য মিলিন্দর মত এত সুনাম কোনও বলিউড অভিনেতার কপালেও জোটেনি। সফল মডেল। অভিনেতাও বটে
সম্প্রতি অষ্টাদশী প্রেমিকা অঙ্কিতার সঙ্গে একটি অন্তরঙ্গ ছবি পোস্ট করেছেন তিনি ইনস্টাগ্রামে। সঙ্গে সঙ্গে সেটি ভাইরাল। অ্যামাজন ইন্ডিয়া ফ্যাশন উইকে হাত ধরাধরি করে ঘোরাফেরা করেছেন দু’জনে। আবার একসঙ্গে র্যাম্প ওয়াকও করেছেন।
ফ্যাশান শোয়ে অঙ্কিতার সঙ্গে কাটানো একাধিক মুহূর্তের ছবি পোস্ট করেছেন তিনি। বিমান সেবিকার চাকরি ছেড়ে এখন মিলিন্দের সঙ্গে ম্যারাথন রানার হয়েছেন অঙ্কিতা।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর