হৃতিকের সঙ্গে বিতর্ক থেকে পুরোপুরি মুক্তি পাওয়ার আগেই ফের বড়সড় ঝামেলায় জড়াতে চলেছেন অভিনেত্রী কঙ্গনা রানাওত।
চলতি সপ্তাহে শুক্রবার কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলা করতে চলেছেন আদিত্য পাঞ্চোলি ও জারিনা ওয়াহাব। মুম্বাইয়ের এক ট্যাবলয়েডকে এমনটাই নিশ্চিত করেছেন পাঞ্চোলি পরিবারের আইনজীবী শ্রেয়া শ্রীবাস্তব।
এর আগে ২৫ সেপ্টেম্বর, কঙ্গনাকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন আদিত্য পাঞ্চোলি। ঘটনার সূত্রপাত ঘটে কঙ্গনার এক সাক্ষাৎকারকে কেন্দ্র করে। সেই টেলিভিশন সাক্ষাৎকারে কঙ্গনা বলেছিলেন, ‘‘আদিত্য আমাকে এক্সপ্লয়েট করেছিলেন। আমাকে জোর করে গৃহবন্দী করেও রেখেছিলেন উনি।’’
পুরো ঘটনায় কঙ্গনাকে আড়াল করতে গিয়ে তাঁর আইনজীবী রিজওয়ান সিদ্দিকি বলেন, ‘‘আমার মক্কেল একজন অপরাধের শিকার। তিনি নিজের অভিজ্ঞতা ব্যক্ত করেছেন। ২০০৭ থেকেই বিভিন্ন প্রচারমাধ্যমে কঙ্গনা এই বিষয়ে কথা বলেছে।’’ কঙ্গনার সাক্ষাৎকার প্রকাশ্যে আসতেই রাগে অগ্নিশর্মা হয়ে ওঠেন আদিত্য। তিনি বলে দেন, ‘‘আমার পাঠানো নোটিশে জবাব দেননি কঙ্গনা। জাতীয় প্রচারমাধ্যমে আমাকে কলঙ্কিত করার কোনও অধিকার নেই ওর।’’
এর পরেই মানহানির মামলা করার সিদ্ধান্ত নেন আদিত্য পাঞ্চোলি ও তাঁর স্ত্রী জারিনা ওয়াহাব। ‘তনু ওয়েডস মনু’ ও ‘কুইন’ অভিনেত্রী কঙ্গনা রানাওত যে বর্তমানে প্রচণ্ড বিপাকে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।
বিডিপ্রতিদিন/ ১২ অক্টোবর, ২০১৭/ ই জাহান