দু'দিন আগে হলিউড প্রযোজক হার্ভে উইনস্টেইনের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন অভিনেত্রী অ্যাঞ্জোলিনা জোলি ও গেনিথ পাল্টরোও। এবার সেই তালিকায় যোগ হলো বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের নামও। যদিও সাবেক এই বিশ্ব সুন্দরীর পক্ষ থেকে এখনও পর্যন্ত যৌন হেনস্থার কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে নায়িকার সাবেক ম্যানেজারের দাবি, হার্ভে নাকি তার সঙ্গে একা দেখা করতে চেয়েছিলেন।
মার্কিন বিনোদন ম্যাগাজিন ভ্যারাইটি ডট কমের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ঐশ্বরিয়ার প্রাক্তন ট্যালেন্ট ম্যানেজার সিমনে শেফিল্ড জানিয়েছেন, হার্ভে নাকি নায়িকার সঙ্গে আলাদা দেখা করতে চেয়েছিলেন। কোনো রকমে তা আটকেছিলেন সিমনে।
তাঁর কথায়, ‘‘আমি ভারতীয় নায়িকাদের মধ্যে ঐশ্বরিয়ার ম্যানেজার ছিলাম। হার্ভের সঙ্গে কথা বলার সময় দেখেছিলাম বারবার ঐশ্বর্যার সঙ্গে একা দেখা করার জন্য জোর করতেন তিনি। হার্ভে বলেছিলেন, ঐশ্বরিয়াকে একা পেতে গেলে আমাকে কী করতে হবে?’’
সিমনে আরও জানিয়েছেন, ঐশ্বরিয়াকে নিয়ে হোটেলে ফেরার পরও নাকি হার্ভে তাঁকে একা পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে গিয়েছিলেন। তবে কোনও ভাবেই ক্লায়েন্টের কোনও ক্ষতি হতে দেননি সিমনে। সে কারণেই পরে হার্ভে তাঁর সঙ্গে আর কাজ না করারও হুমকি দিয়েছিলেন।
হলিউডের বহু বাণিজ্যিক ছবির সফল নির্মাতা ৬৫ বছরের হার্ভে। তবে তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অনেক অভিযোগ রয়েছে। শুধু অভিনেত্রীরাই নন, তাঁর সঙ্গে কাজ করেছেন এমন তিন নারী হার্ভের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগও এনেছেন। গোটা ঘটনা তুমুল আলোড়ন তুলেছে মার্কিন মুলুকে। যদিও মুখপাত্রের মাধ্যমে নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন হার্ভে।
বিডি-প্রতিদিনি/০৪ অক্টোবর, ২০১৭/মাহবুব
Aishwarya Rai’s former manager claims she saved her from the sexual advances of ‘bully pig’ Harvey Weinstein