কঙ্গনা রানাওয়াতকে নিয়ে বিতর্ক যেন থামছেই না। এবার কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে আলাদা ভাবে মানহানির মামলা করলেন আদিত্য পাঞ্চোলি এবং তার স্ত্রী জারিনা ওয়াহাব।
আদিত্যের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ করেছিলেন বলিউডের ‘কুইন’। তার প্রেক্ষিতেই শুক্রবার অন্ধেরির আদালতে মানহানির মামলা দায়ের করেন আদিত্য এবং জারিনা।
কঙ্গনার অভিযোগ ছিল, আদিত্য তাকে একটি অ্যাপার্টমেন্ট দিয়েছিলেন। তবে সেখানে তার বন্ধুদের প্রবেশের অনুমতি ছিল না। তাকে গৃহবন্দি করে রাখা হয়েছিল। নির্যাতন চালানো হয়েছিল। সেই ঘটনা জানিয়ে জারিনার সঙ্গেও নাকি দেখা করেছিলেন তিনি। তাঁকে বাঁচানোর অনুরোধ করেন।
কঙ্গনার দাবি, জারিনা সেই সময়ে তাকে সাহায্য করেননি। এই অভিযোগ সামনে আসতেই কঙ্গনাকে আইনি নোটিস পাঠান আদিত্য। অভিযোগে আদিত্য জানান, “কঙ্গনা শুধু আমাকে নয়, আমার ছেলে-মেয়ে-স্ত্রী সকলকে নিয়ে বাজে মন্তব্য করেছেন। আমাদের সম্মানহানি করেছেন।” সে জন্য তার বিরুদ্ধে মানহানির মামলা করেন আদিত্য পাঞ্চোলি ও জারিনা ওয়াহাব।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর