যারা অধীর আগ্রহে কপিল শর্মার পর্দায় ফিরে আসার অপেক্ষা করছেন, তাদের জন্য সুখবর। কপিলের ‘দ্য কপিল শর্মা শো’ বন্ধ হয়েছে প্রায় দু’মাস। কপিলের শো শুরু হওয়া নিয়ে চ্যানেল কর্তৃপক্ষ এখনও সামান্য কোনও ইঙ্গিতই দেননি। তবে কপিল শর্মা শীঘ্রই ‘ফিরাঙ্গি’ নিয়ে পর্দায় ফিরছেন।
নিজের প্রযোজিত এবং তার কমেডি শো-এর ক্রিয়েটিভ ডিরেক্টর রাজীব ঢিঙরা পরিচালিত ছবি ‘ফিরাঙ্গি’ নিয়ে নভেম্বরেই পর্দায় ফিরছেন কপিল শর্মা। রাজীব এর আগেও ‘লা পাঞ্জাব’ নামে একটি ছবি পরিচালনা করেছেন। কপিলের সঙ্গে এই ছবি তার দ্বিতীয় ছবি।
সম্প্রতি ‘ফিরাঙ্গি’র পোস্টার মুক্তি পেয়েছে। কপিল নিজেই সেই অফিশিয়াল মোশন পোস্টার শেয়ার করেছেন দর্শকদের সঙ্গে। ছবিতে কপিলের বিপরীতে রয়েছেন ঈশিতা দত্ত, মনিকা গিল এবং রাজু শ্রীবাস্তব। সব কিছু ঠিক থাকলে ২৪ নভেম্বর মুক্তি পাবে ‘ফিরাঙ্গি’।
অতিরিক্ত মদ্যপান, শারীরিক অসুস্থতা, মাঝ আকাশে বিমানে সুনীল গ্রোভারের সঙ্গে হাতাহাতি, কপিলের শো বন্ধ হওয়া এসবের পরেও প্রযোজক কপিলের প্রথম ছবি ‘কিস কিস কো প্যায়ার করু’ কিন্তু দর্শকদের মোটামুটি পছন্দ হয়েছিল। যদিও বক্স অফিসে তা দাগ কাটতে পারেনি। এ পরিস্থিতিতে কপিলের দ্বিতীয় ছবি ‘ফিরাঙ্গি’ তাকে কতটা মাইলেজ দিতে পারে, এখন সেটাই দেখার।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর