বলিউডে একাধিক ব্যবসা সফল ছবি উপহার দিয়েছেন অক্ষয় কুমার-ক্যাটরিনা কাইফ জুটি। তারপর অবশ্য বহুদিন আর একসঙ্গে দেখা যায়নি এই জুটিকে। অক্ষয়-ক্যাটরিনা জুটির ভক্তরা অনেকেই চান তার আবারও একসঙ্গে বড় পর্দায় এক ফ্রেমে ধরা পড়ুন।
তবে এবার অক্ষয়-ক্যাটের সেইসব ফ্যানেদের মুখে হাসি ফোটাতে ফের একবার এক ফ্রেমে ধরা দিলেন তারা। তবে অবশ্য কোনও ছবির শ্যুটিং নয়, এবার ক্যাটকে দেখা গেল অক্ষয় কুমারের কুডো টুর্নামেন্টের নবম বার্ষিকীর অনুষ্ঠানে।
ক্যাটরিনা ছাড়াও এই অনুষ্ঠানের অন্যতম অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রণবীর সিং, টাইগার শ্রফ। এদিনের অনুষ্ঠানে বহুবার অক্ষয়ের সঙ্গে কথাবার্তা বলতে দেখা গেল ক্যাটকে। এমনকি অক্ষয়ের সঙ্গে ছবি নিজের সোশ্যাল সাইটে পোস্টও করেছেন ক্যাট। ক্যাপশানে লিখেছেন, 'বহু বছর পর আবারও একসঙ্গে... লাভ ইউ'। এদিকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সোশ্যাল সাইটে ক্যাটরিনাকে ধন্যবাদ জানিয়েছেন অক্ষয়ও।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর