‘মনোবাস’ নামে একটি টেলিফিল্ম নির্মাণ করেছেন সাখাওয়াৎ মানিক। শফিকুর রহমান শান্তনু রচিত এ টেলিফিল্মে অভিনয় করেছেন অর্পূব, মৌসুমী হামিদ, জন, সানজানা রিয়া।
এ প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘‘মনোবাস’ টেলিফিল্মের গল্প তিন বন্ধুকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এতে তিন বন্ধুর বন্ধুত্ব, প্রেমসহ তাদের নানা খুনসুটি দেখানো হয়েছে। অনেক আগেই এর শুটিং শেষ হয়েছে। টেলিভিশনের শিডিউল না পাওয়ার কারণে প্রচারে বিলম্ব হয়েছে।’
রাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এ টেলিফিল্মটির দৃশ্যধারণের কাজ রাজধানীর উত্তরাসহ বিভিন্ন স্থানে হয়েছে।বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে এটি প্রচারিত হবে।
বিডিপ্রতিদিন/ ০৮ নভেম্বর, ২০১৭/ ই জাহান