জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ এবার নাম লেখাতে যাচ্ছেন নায়কদের তালিকায়। মঙ্গলবার রাতে ফেসবুক লাইভে এ কথা নিজেই জানান জাজকর্তা।
অনেকদিন থেকেই সিনেমায় হিরো হয়ে নামার কথা ভাবছিলেন তিনি। সময় করে উঠতে পারছিলেন না। এবার সময় হলো- এমনটাই জানালেন তিনি। সিনেমার নাম ‘আঁধার থেকে আঁধারে’। দুই নায়ক রয়েছে গল্পে। আরেকজন নায়ক হতে পারেন ‘পোড়ামন টু’র সিয়াম আহমেদ। অতিথি চরিত্রে থাকতে সম্মতি জানিয়েছেন শাকিব খান ও জিৎ।
আজিজ আরও জানান, ‘আঁধার থেকে আঁধারে’র গল্পে একজন নায়িকার জার্নি দেখা যাবে। এর জন্য কম বয়সী নায়িকা লাগবে। নতুন বছরের শুরুর দিকে শুটিং শুরু হবে।
এসময় জাজ মাল্টিমিডিয়ার নানা পরিকল্পনা নিয়েও কথা বলেন জাজকর্তা আজিজ।
বিডি-প্রতিদিন/ ০৯ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ