ঢালিউড অভিনেতা শাকিব খান প্রযোজিত প্রথম ছবি 'হিরো দ্য সুপারস্টার'। এতে শাকিবের সঙ্গে অভিনয় করেন অপু বিশ্বাস ও ববি। চার বছর পর ফের প্রযোজনায় ফিরছেন শাকিব খান। ছবির নাম 'প্রিয়তমা'।
ছবিটি পরিচালনা করবেন হিমেল আশরাফ। নায়কের ভূমিকায় শাকিব খানই অভিনয় করবেন। তবে নায়িকার নাম এখনো ঘোষণা করা হয়নি। শাকিব বলেন, 'প্রিয়তমা' ছবির গল্পটি আমার ভালো লেগেছে। তবে নতুন এ ছবিটি নিয়ে এখনই বেশি কিছু বলার সময় আসেনি। কয়েকদিন পরে এ ছবি নিয়ে বেশকিছু খবর সকলকে জানাতে চাই।
শাকিব খান এখন থাইল্যান্ডে অবস্থান করছেন। কলকাতার প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের নাম ঠিক না হওয়া একটি ছবিতে অভিনয় করছেন তিনি। এতে শাকিবের নায়িকা নুসরাত জাহান ও সায়ন্তিকা।
বিডি প্রতিদিন/৯ নভেম্বর, ২০১৭/ফারজানা