ভারতের চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্র শ্রীদেবী যে এভাবে চলে যাবেন তা কেউ ভাবতেও পারেনি। বয়স ৫৪ বছর, অথচ এখনও প্রায় অষ্টাদশীর মতোই নিজের পরিচর্চা করতেন শ্রীদেবী। সৌন্দর্যে এখনও টেক্কা দেওয়ার ক্ষমতা ছিল আজকের বলিউড ডিভাদের।
এখনও শ্রীদেবীর হাতে বেশ কয়েকটি ছবি ছিল। চোখে ছিল অনেক স্বপ্ন, ছিল বড় মেয়ে জাহ্নবীর প্রথম বলিউড ছবি মুক্তি দেখবেন। কিন্তু না হল না। দেড় মাস বাদেই মুক্তি পাওয়ার কথা ছিল জাহ্নবীর প্রথম বলিউড ছবি 'ধড়ক'। কিন্তু তার আগেই না ফেরার আগে চলে গেলেন এই অভিনেত্রী।
শেষবার নিজের টুইটার হ্যান্ডেল থেকে জাহ্নবীর 'ধড়ক' ছবির পোস্টারই শেয়ার করেছিলেন বলিউডের 'চাঁদনি'।
শুধু তাই নয়, জীবনের শেষদিকে এসে হয়ত তার সেই পুরনো দিনের স্মৃতিই মনে করেছিলেন শ্রীদেবী। আর সেকারণেই বোধহয় তাকে শ্রদ্ধা জানিয়ে তারই সিনেমার গানে টেলিভিশন তারকা শ্রদ্ধা আরিয়ার নাচের ভিডিও শেয়ার করেছিলেন অভিনেত্রী।
বিডি প্রতিদিন/ ২৬ ফেব্রুয়ারি, ২০১৮/ তাফসীর