বলিউড অভিনেত্রী শ্রীদেবীর হঠাৎ মৃত্যুতে শোকের সাগরে ভাসছে পুরো ভারত ও তার ভক্তকূল। তার মৃত্যুকে নিয়ে তৈরি হয়ে ধুম্রজাল। কারণ প্রথমে দাবি করা হয় 'কার্ডিয়াক অ্যারেস্ট' বা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। কিন্তু আজ দুবাই পুলিশের সব শেষ ফরেনসিক প্রতিবেদনে বলা হয়েছে তার মৃত্যু হয়েছে বাথটাবের পানিতে ডুবে দম বন্ধ হয়ে।
এদিকে মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আল জাজিরা ও গালফ নিউজ জানিয়েছে, ফরেনসিক প্রতিবেদনে শ্রীদেবীর শরীরের 'অ্যালকোহলের প্রমাণ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে মৃত্যুর আগে তিনি মদ পান করেছিলেন। যার ফলে বাথরুমে প্রবেশের পর শরীরের ভারসাম্য হারিয়ে বাথটাবের পানিতে পড়ে যান। এবং সেখানেই দম আটকে তার মৃত্যু হয়।
মৃত্যুর আশ্রীদেবী হোটেলের বাথরুমের বাথটাবের পানিতে দমবন্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
ইতোমধ্যে শ্রীদেবীর মৃত্যুর ফরেনসিক প্রতিবেদন দুবাই পুলিশ কর্তৃক তার পরিবার ও দুবাইয়ে অবস্থিত ভারতীয় কনস্যুলেট অফিসে প্রদান করা হয়েছে। তবে প্রতিবেদনে আরও বলা হয়েছে এখনো ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন সম্পন্ন হয়নি। তাই শ্রীদেবীর মরদেহ ভারতে পাঠাতে কিছুটা দেরী হতে পারে।
যদিও এর আগে দুবাই পুলিশ প্রাথমিকভাবে দাবি করেছিল হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে অভিনেত্রী শ্রীদেবীর। এর মধ্যে কোনও সন্দেহজনক কিছু দেখতে পাননি তারা। পুরোটাই স্বাভাবিক মৃত্যু বলে জানিয়ে দেওয়া হয়।
প্রসঙ্গত, মোহিত মারওয়ার বিয়েতে কাপুর পরিবারের সবাই উড়ে গিয়েছিলেন দুবাই। অনুষ্ঠান শেষে অন্যান্যরা ফিরে এলেও বনি কাপুর, শ্রীদেবী ও ছোট মেয়ে খুশি সেখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। শনিবার রাতে শ্রীদেবীর একটি নৈশভোজের নিমন্ত্রণ ছিল। কিন্তু সেখানেও তিনি যাননি। এদিন রাতেই বাথরুমে মৃত্যুর কোলে ঢলে পড়েন এ তারকা।
দীর্ঘ পাঁচ দশকের অভিনয় ক্যারিয়ারে শ্রীদেবী ৩০০ সিনেমায় কাজ করেছেন। যার মধ্যে মি. ইন্ডিয়া, চাঁদনী, চালবাজের মতো জনপ্রিয় মুভিগুলোও রয়েছে।
তার মৃত্যুতে পুরো বলিউডে শোকের ছায়া বিরাজ করছে। ভারতে রাজনীতি অঙ্গন, ক্রীড়া জগত সর্বস্তরের মানুষ শোকে মুহ্যমান হয়ে পড়েছেন।
বিডিপ্রতিদিন/ ২৬ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান