এবার অভিনেতা আমান রেজা ও অভিনেত্রী আলভিরা ইমুর রসায়ন দেখতে পাবেন দর্শকরা। তবে বড় পর্দায় নয়, একটি মিউজিক ভিডিওতে। কুমার বিশ্বজিতের ‘আমি যেন তোমার কে তোর হই’ শিরোনামে একটি মিউজিক ভিডিওতে দেখা যাবে তাদের এই রসায়ন।
সম্প্রতি সাভার, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ও রোজ গার্ডেনসহ কয়েকটি স্থানে মিউজিক ভিডিওটির শুটিং সম্পন্ন হয়েছে। পরিচালক সৈকত নাসির নির্দেশনায় এতে কোরিগ্রাফার ছিলেন মাইকেল বাবু।
বিডি-প্রতিদিন/০২ জুন, ২০১৮/মাহবুব