সৈয়দ রুমা দেশের আলোচিত র্যাম্প মডেল ও কোরিওগ্রাফার। ২০০২ সালে মিডিয়া জগতে নাম লিখানোর পর থেকে তার শুধুই পথচলা। শোবিজ জগতের পরিচিত মুখ হওয়ায় দেশের বড় বড় ফ্যাশন শোতে নিয়মিতই অংশ নিতে দেখা যায় তাকে। প্রতিষ্ঠিত কোম্পানিগুলোর পোশাকের ফটোশুটেও নিয়মিত তিনি। এবার ব্যবসায়ী পরিচয়ে পরিচিত হচ্ছেন এ মডেল। চালু করছেন ‘আর বাই রুমা’ নামের নতুন ই-কমার্স ব্যবসা।
শুক্রবার (১ জুন) রাজধানীর গুলশানে একটি রেস্তোরাঁয় আড়ম্বপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা করে সৈয়দ রুমার এ অনলাইন শপ। অনুষ্ঠানে দেশের র্যাম্প অঙ্গনের সকল তারকারাই উপস্থিত হন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন চিত্রনায়িকা নিপূন ও কণ্ঠশিল্পী কনা।
সবার উপস্থিতিতে কেক কাটার মাধ্যমে শুরু হয় আয়োজন। রুমার এ শপে মেয়েদের বাহারি ডিজাইনের জুতা, হ্যান্ডব্যাগ, কন্টাক্ট লেস, লিঙ্গিরি ও মেয়েদের সব ধরনের কসমেটিকস পাওয়া যাবে বলে জানান রুমা।
ফেসবুকে www.facebook.com/RaccessoriesRuma এই লিংকে এবং ওয়েবসাইটের www.rbyruma.com গিয়ে অর্ডার দিলেই দ্রুত পৌঁছে দেয়া হবে পণ্যগুলো।
র্যাম্পের বাইরে নতুন এ পরিচয় প্রসঙ্গে সৈয়দ রুমা বলেন, ‘শুধু মুনাফা নয়, গ্রাহককে উত্তম সেবা দেয়াই এ অনলাইন শপের লক্ষ্য। এখন থেকে নারীরা সহজেই অর্ডারের মাধ্যমের তাদের পছন্দের পণ্যটি কিনতে পারবেন। আমাদের এ শপের প্রতিটি পণ্যই কোয়ালিটির দিক দিয়ে শতভাগ নিশ্চয়তা পাবেন ক্রেতারা। বিশ্বস্ত এই অনলাইন শপ থেকে আপনি এবং আপনারা সবাই শপিং করতে পারেন। আশা করি আপনারা আমার নতুন এ উদ্যোগের সঙ্গে থাকবেন।’
বিডি প্রতিদিন/এনায়েত করিম