জেনিফার লোপেজ। মার্কিন এ সংগীত তারকা গত ২৪ জুলাই পা রেখেছেন ৫০ বছরে। প্রেমিক অ্যালেক্স রড্রিগেজ ও তার পরিবারের সঙ্গে নিজের জন্মদিন পালন করেছেন লোপেজ।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের বাহামাস দ্বীপপুঞ্জে প্রেমিকের জন্মদিনও উদযাপন করেন তিনি। এ সময় লোপেজ ও রড্রিগেজের পরিবারের কয়েকজন সদস্যও উপস্থিত ছিলেন।
তবে বিষয়টি গোপন রাখার চেষ্টা করা হয়েছিলো। কিন্তু সেটা পারেননি লোপেজ।
কারণ এ সংগীত তারকা জন্মদিন উদযাপন করে বের হয়ে গাড়িতে ওঠার সময় ঘিরে ধরেন পাপ্পারাজ্জিরা।
লোপেজ তখন এক পিসের সাদা রঙা সুইমস্যুট পড়েছিলেন। এ সময় পোশাক নিয়ে বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় তাকে। পোশাকের ফাঁক গলে উন্মুক্ত হয়ে যায় তার বুক। আর সেই ছবি ক্যামেরাবন্দি করে ফেলেন পাপ্পারাজ্জিরা। পরে নিজেকে সামলে গাড়িতে উঠে চলে যান লোপেজ।
এরই মধ্যে লোপেজের সেই ছবি ভাইরাল হয়ে গেছে নেটদুনিয়ায়। অনেকেই ছবিটি বিপরীতে লোপেজকে বেপরোয়া বলে অভিহিত করেছেন। আবার অনেকে বলেছেন এটা তার ব্যাক্তিগত বিষয়। এ নিয়ে আলোচনা-সমালোচনা না করাই ভালো। তবে এসবের বিপরীতে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি লোপেজের।
বিডি-প্রতিদিন/ ই-জাহান